দৌলতপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

0
131
Daulatpu-DROHO-5-11-2020-P-8

দৌলতপুর থেকে বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অপহৃত স্কুলছাত্রী তানিয়া খাতুনের উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্বেলন করে নিখোঁজ ছাত্রী পরিবার। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, পাশের গ্রামের কয়েকজন বখাটে মিলে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে কোচিং এ যাবার পথ থেকে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার দিনই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু ৫ দিনেও অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

সংবাদ সম্বেলনে সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়ার বাবা মতিউর রহমান অভিযোগ করে বলেন, ঘটনার দিন শনিবার তিনি নিজে বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পরিবারটি অপহৃত স্কুল ছাত্রীর জীবন নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন। তিনি বলেন, তার মেয়ে অপহরণের সাথে জড়িত জয়রামপুর গ্রামের আনেজের বখাটে ছেলে আজিজ, কামরুলের ছেলে বখাটে ইমন, শালিমপুর গ্রামের শাহাজুল, শাহাবুল ও মহাবুল সহ কয়েকজন নাম উল্লেখ করেছেন ওই অভিযোগ পত্রে।

অভিযোগ দায়েরের দু’দিন পর তার মেয়ে অপহরণের সহযোগি মহাবুলকে পুলিশ আটক করে। কিন্তু অদৃশ্য কারণে মুচলেকা নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। অপর দিকে ঘটনার ৫ দিন অতিবাহিত হতে চললেও অপহরণকারীদের আটক বা অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের উদ্যোগ নেয়নি পুলিশ। তিনি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের দাবি জানান। একই সাথে অপরাধিদের আটক ও বিচার দাবি করেন।

সংবাদ সম¦েলনে উপস্থিত ছিলেন অপহৃত স্কুল ছাত্রী চাচা শাহাবুল ইসলাম, দাদী রহিলা খাতুন, নানা রহিম বক্স, আকরাম হোসেনসহ স্বজনরা।

দৌলতপুর থানার অফিসার ইনচার্র্জ জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের কোন গড়িমসি নেই। পুলিশ পুলিশের গতিতে কাজ করছে। এ ঘটনায় মামলা এন্ট্রি করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে তানিয়াকে উদ্ধারসহ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।