দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

0
136
Daulatpur-dro-23-p-1-compressed
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকার (৬২) নামে এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে একই এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

সুশান্তের স্বজনরা জানান, কয়েকদিন ধরে সুশান্ত অসুস্থ্য বোধ করলে করোনা টেষ্টের জন্য তিনি নমুনা দিয়েছিলেন। শুক্রবার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আগেই সুশান্ত কুমার সরকারের মৃত্যু হয়।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার আজগর আলী করোনায় আক্রান্ত হয়ে সুশান্তের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের তত্বাবধানে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকালে ভেড়ামারা শ্মশান ঘাটে মৃত সুশান্ত কুমার সরকারের সৎকার করা হয়। এ নিয়ে জেলায় এ অবধি করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫জনে।