দৌলতপুরে কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবীতে বিক্ষোভ

0
46

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অপসারন করে তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

রবিবার সকাল ১১ টায় দৌলতপুর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন তারা। এসময় অধ্যক্ষের দূর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ ছাদিকুজ্জামান দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে কলেজের ইতিহাস বিভাগের জুনিয়র শিক্ষক হওয়া শর্তেও তিনি অধ্যক্ষের পদটি বাগিয়ে নেন। এছাড়াও কলেজে তার নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বেতন-ফিস ও ফরমপূরণ বাণিজ্যসহ কলেজ ফান্ড ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে তার ক্যাডারবাহিনী দিয়ে কলেজে বিশৃংখল পরিবেশ তৈরীর চেষ্টা করছেন এতে শৃংখলার অবনতি হলে এর দায় অধ্যক্ষকে নিতে হবে। অধ্যক্ষকে অপসারণ ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

আরও পড়ুন – রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ

অধ্যক্ষ ছাদিকুজ্জামান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোন নাম্বারে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ বলেন, আমি আজকে সারাদিন জেলাতে ছিলাম এবিষয়ে আমি অবগত না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।