দৌলতপুরে গাদন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
138

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামে গাদন খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলে উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের স্থানীয় যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।

সোমবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাদশাহ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিউর রহমান আতিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাক্কির আহমেদ, হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম মহি, আল সালে পাবলিক ওয়েলফেয়ারের পরিচালক মামুন রেজা, তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক মাহবুবুর রহমান সবুর প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনালে সাদিপুর একশন কাব ও দৌলতপুর অনির্বাণ কাব অংশ নেয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত হওয়ায় উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে পুরস্কৃত করা হয়।