দৌলতপুরে দুই বোনের আত্মহত্যা

0
167
DROHO-DOUL-23-P 8

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুই চাচাতো বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের একজন ধর্ষণ মামলার আসামী ছিল।

শুক্রবার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়ায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মুনতাজ আলীর মেয়ে রুমা খাতুন (২৫) এবং তার চাচাতো বোন মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৬)।

দুপুরে নিজের ঘরের আড়া থেকে মুক্তা খাতুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই খবর ছড়িয়ে পরলে তার চাচাতো বোন রুমা খাতুনও নিজের ঘরে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহও উদ্ধার করে।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব জানান, মুক্তা খাতুন চার মাস আগে একটি ধর্ষণ ঘটনার সহযোগী হিসেবে আসামি হয়। তারপর থেকেই সে তার চাচাতো বোন রুমা খাতুনের স্বামীর বাড়িতে পালিয়ে ছিল। কয়েক দিন আগে সেখান থেকে মুক্তা বাড়িতে ফিরে আসে।

দৌলতপুর থানার ওসি জহুরুল হক জানান, পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।