দৌলতপুরে নারীর লাশ উদ্ধার

0
140

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমি থেকে শ্যামলী খাতুন (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বাড়ির পাশে ধঞ্চে খেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্বামী পরিতক্তা শ্যামলী খাতুন উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের তাজমেল হোসেনের মেয়ে। সে তার এক মেয়েসহ বাবার বাড়িতে বসবাস করত।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী খাতুনের একাধিক বিয়ে হয়েছিল। তবে কোন বিয়েই টেকেনি। শুক্রবার সকালে বাড়ির পাশে ধঞ্চে খেতের মধ্যে তার লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে শ্যামলী ঘর থেকে বেড়িয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিল। এরপর তাকে আর দেখা যায়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, কী কারণে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।