দৌলতপুরে পাঁচশত ইয়াবাসহ আটক ১

0
136
আটককৃত মাদক ব্যবসায়ী

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচশত ইয়াবাসহ আটক হয়েছে ১ মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার দুপুরে লিয়াকত আলী (৫২) মেম্বর নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের দেওয়া ভাষ্যমতে, বুধবার বিকেলে র‌্যাব-১২ সদর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকশ দল দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে এক বিশেষ মাদক অভিযান চালায়। এ সময় পাঁচশতাধিক ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ স্থানীয় মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বরকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মৃত ইমরান আলী সরকারের ছেলে। তিনি একই ইউনিয়নের সাবেক মেম্বর ছিলেন। মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং একাধিকবার পুলিশ ও র‌্যাবের হাতে আটকও হয়েছে সে। মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।