দৌলতপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

0
140

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মুন্না (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজার সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুন্না একই ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের প্রবাসী সাহাজুল সর্দারের ছেলে। সে ভুরকাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

নিহতের স্বজনরা জানান, স্কুলছাত্র মুন্না জুনিয়াদহ-হাটখোলাপাড়া বাজারে শহিদুল ইসলামের মিলে ধান ভাঙ্গাতে যায়। এ সময় মিলের পেছনের দরজা খুলে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে মুন্নার লাশ পানিতে ভাষতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, খালের পানিতে পড়ে স্কুলছাত্র মুন্না ডুবে যেতে পারে এমন ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।