কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত সরোয়ার মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে হক (৩৮)।
বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।
আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
স্থানীয় সূত্র জানায়, উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের চরপাড়া গ্রামে পরিবারিক বিরোধের জের ধরে সরোয়ার মালিথার পরিবারের লোকজনের সাথে প্রতিপক্ষ চতুর আলীর ছেলে বাদশা, ভুগোল, আসাদুলের কথা কাটাকাটি হয়। এনিয়ে বুধবার রাতে বৃদ্ধ সরোয়ার মালিথা ও তার ছেলের উপর প্রতিপক্ষ ধারালো আস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আহত পিতা পুত্রকে হককে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহত বৃদ্ধের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করে। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও সূত্রটি জানায়।
দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তি মারা যাওয়ার খবর শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।