দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুড়ালের সামনে এসে প্রতিবাদ সভা করে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) হায়দার আলী, মহিউল ইসলাম মহি, ফজলুল হক কবিরাজ, সরদার আতিউর রহমান আতিক, আব্দুল কাদের, চঞ্চল প্রমুখ।