দৌলতপুরে মামলার বাদীকে হুমকির অভিযোগ

0
121

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা বাদিকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৮ আগস্ট উপজেলার আল্লারদরগা হলুদবাড়িয়া মাষ্টারপাড়া গ্রামে ওই প্রবাসীর স্ত্রীর উপর হামলা ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই গৃহবধু বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের জালাল প্রামানিকের ছেলে আলিরাজ (৩০), মন্টু জোয়ার্দ্দারের ছেলে সুইট (৩০) ও জয়ঘোগা গ্রামের নাসির উদ্দিনের ছেলে রবিউল (৫০) ও রাজিব (৩৫)। ওই গৃহবধুর অভিযোগ, ৯ আগস্ট দুপুরে আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় আসামীরা জামিনে ছাড়া পেয়েই ৮-১০টি মটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেয় এবং অব্যাহতভাবে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হলুদবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী স্বামীর বাড়িতে ওই গৃহবধু তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে বসবাস করতেন। মাঝে মধ্যে বাবার বাড়ীতে গিয়েও থাকতেন। স্বামী দেশে না থাকায় রাজিব নামে এক যুবক বিভিন্ন সময়ে ওই গৃহবধুকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজিবের প্রেমের প্রস্তাবে গৃহবধু রাজী না হওয়ায় রাজিব তার শিশু কন্যাকে অপহরণ ও হত্যার হুমকী প্রদান করে। এমনকি ওই গৃহবধুকে তুলে নেয়ার হুমকী প্রদান করে।

ওই গৃহবধুর ভাই জাহিদুল ইসলাম বলেন, গত ৮ আগস্ট দুপুর দেড়টার দিকে তার বোন মেয়েকে নিয়ে হলুদবাড়িয়া মাষ্টারপাড়ার বাবার বাড়িতে অবস্থানকালে রাজিব ও তার লোকজন জোরপূর্বক বাড়ির মধ্যে প্রবেশ করে হামলা ভাংচুর করে এবং তার বোনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার আত্মচিৎকারে মা এগিয়ে আসলে রাজিব ও তার লোকজন দুজনকে মারধর ও শ্লীলতাহানী করে। কিছুণ পর দুপুর ২টার দিকে আলিরাজ, রবিউল, রবিন, সুইট ও ওবাইদুল দেশীয় অস্ত্র নিয়ে আবারও বাড়িতে প্রবেশ করে বোন ও তার মাকে মারধর করে এবং ঘরের দরজা-জানালা ভাংচুর করে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় প্রবাসীর স্ত্রী মামলা দায়ের করেছেন। মামলার চারজন আসামীকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বাঁকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।