দৌলতপুরে মুক্তিযোদ্ধার ভাতার টাকা ছিনতাই

0
134
DOULOTPUR-DRO-18-P17-compressed
প্রতিকী ছবি।

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাংক থেকে সম্মানীর টাকা তুলে বেড় হওয়ার সময় এক মুক্তিযোদ্ধার পোশাকে ময়লা ছিটিয়ে দিয়ে তার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাই চক্র।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের সোনালী ব্যাংক শাখার সামনে এই অভিনব ছিনতাইয়ের ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা ওয়াজ আলী নিজের ব্যাংক হিসাব নম্বর থেকে সম্মানীর ১২ হাজার টাকা তুলে বেড় হন। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা তার পোশাকে ময়লা ছিটিয়েদেয়। এরপর তার পোশাক পরিষ্কারের জন্য এগিয়ে আসছেন ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা। পোশাক পরিষ্কার করানোর কথা বলে কৌশলে মুক্তিযোদ্ধাকে পাশের একটি টিউবয়েলে নিয়ে যায় এবং মুক্তিযোদ্ধার কাছে থাকা মোট টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীরা। মুক্তিযোদ্ধা ওয়াজ আলীর বাড়ি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে।

গত ৩ মে উপজেলা পরিষদ চত্বরে সোনালী ব্যাংকের সামনে এমন আর এক অভিনব ছিনতাইয়ের শিকার হয়েছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলী। ব্যাংক থেকে ভাতার ৩০ হাজার টাকা তুলে বেড় হওয়ার সময় একইভাবে ছিনতাইয়ের শিকার হন তিনি। চলতি মাসে মুক্তিযোদ্ধাসহ আটজনের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো কাউকে চিহ্নিত করতে পারেনি। বিষয়টি উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সভায় একাধিকবার আলোচনাও করা হয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, দৌলতপুর থানার ওসিকে বিষয়টি দেখার জন্য অবহিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, তিনি ছিনতাইয়ের ঘটনা শুনেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।