দৌলতপুর প্রতিনিধি
বৃহস্পতিবার দৌলতপুর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সাজিম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
তারাগুনিয়া থানামোড় সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু শালিমপুর গ্রামের রানা বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলে, শিশু সাজিম রাস্তা পার হয়ে নানার কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ সময় ইজিবাইক চালক আলমগীর হোসেনকে এলাকাবাসী আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
নিহত শিশুটির নানা রাস্তার ওপার থেকে ডাক দিলে শিশুটি রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়।
আরও পড়ুন সীমান্তে আবারো বাংলাদেশি হত্যা
দৌলতপুর থানার ওসি নিশিকান্ত বলেন, ইজিবাইকের ধাক্কায় সাজিম নামে এক শিশু মারা গেছে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।