দৌলতপুর ও ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

0
102

দৌলতপুর ও ঝিনাইদহ প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনও অনুরুপ কর্মসূচি পালন করেছে।

দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিরি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এ ছাড়া বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক ও মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীর।

রবিবার সকালে ঝিনাইদহে অনুরুপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মজিবর রহমান। আলোচনা সভায় যোগদেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম , ডিডি এলজি ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সালমা সেলিম, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক নিলুফার রহমান প্রমুখ। সভাশেষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।