দৌলতপুর ট্রাকচাপায় চালকল শ্রমিক নিহত

0
133
DOULOT-PUR-DROHO-24-P3

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় হানিফ (৩৫) নামে এক চালকল শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার আল্লারদরগা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক উপজেলার মসলমপুর লক্ষ্মীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি চালকলের শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, হানিফ বাইসাইকেলে কাজে যাচ্ছিলেন। এ সময় আল্লারদরগা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যায়।

দৌলতপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়েছে।