দ্রোহের সাপ্তাহিক আয়োজনে গাইলেন সত্য চক্রবর্তী

0
166
DROHO-20-P-5
শিল্পী সত্য চক্রবর্তী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিক পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান দ্রোহ ইউটিউব চ্যানেলের আয়োজনে হারানো দিনের গান পরিবেশন করে শিল্পী সত্য চক্রবর্তী।

প্রতিসপ্তাহের মত শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (ভধপবনড়ড়শ.পড়স/ঃযবফৎড়যড়) ও ইউটিউভ (ুড়ঁঃঁনব.পড়স/ফৎড়যড়হবংি) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। হারানোদিনের গানের এই আসরটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উন্নতম কণ্ঠশিল্পী শিল্পী আব্দুল জব্বারের স্মৃতির প্রতি উৎসর্গ করা এ অনুষ্ঠানে শিল্পী সত্য চক্রবর্তী তার নিজস্ব গায়িকী দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। শিল্পীর সাথে তবলায় সংগত করেন প্রদীপ কর্মকার।

বিশ^ব্যাপী করোনা প্রাদুভাবের কালে সপ্তাহের প্রতি শনিবারে দ্রোহের ইউটিউব ও ফেসবুক চ্যানেলের মাধ্যমে ভার্চুয়াল এ অনুষ্ঠান শুরু করা হয়েছে।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, দ্রোহের সম্পাদক তমা মুনসী, ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, ফাহিম শাওন প্রমুখ।