দ্রোহ পত্রিকার প্রধান সম্পাদক হারুন অর রশিদ আর নেই

0
86

স্টাফ রিপোর্টার

সাপ্তাহিক দ্রোহ পত্রিকার প্রধান সম্পাদক ও স্থানীয় বিএনপির সভাপতি হারুন অর রশিদ বাধ্যক্ষজনিতরোগে মৃত্যু বরণ করেছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীন সাংবাদিক ও বিএনপি হারুন অর রশিদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। শনিবার বাদ জোহর মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পৌর কবর স্থানে তাকে সমাহিত করা হয়। তিনি এক পুত্র, দুই কন্যা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কুষ্টিয়া জেলা সদরের কালিশংকরপুরের প্রয়াত মসলেম উদ্দিন মিয়ার তৃতীয় পুত্র ছিলেন।

দ্রোহ পত্রিকার প্রধান সম্পাদক হারুন অর রশিদ কুষ্টিয়া ও ঢাকা থেকে প্রকাশিত একাধিক পত্রিকার জেলা ও বুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় সাবাদিক সংস্থার কেন্দ্র কমিটির দায়িত্বপালনসহ দীর্ঘ দিন জেলা সাংবাদিক সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

আরও পড়ুন – গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে

মরহুমের জানাযার নামাজের আগে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দিন, বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির সরকার ও মরহুমের ভাই চুন্নু মিয়া বক্তব্য রাখেন।

হারুন অর রশিদের মৃত্যুতে দোহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাসলিমা খাতুন ও খোকসা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। একই সাথে শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানানো হয়েছে।