ষ্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তের দেওয়া আগুনে ধর্ষীতার পোড়া ভিটেই টিনের ঘর তুলে দিলেন প্রবাসী ও রাজনৈতিক দলের নেতা। ইতোমধ্যে উপজেলা প্রশাসন দিয়েছে সরকারী সহয়তা। তবে শিশুটি মা চাইলেন ধর্ষকের বিচার।
শনিবার দুপুরে ধর্ষীত ওই শিশুর বাড়িতে টিন, বাঁশ, সিমেন্টের খুটি ও ঘর তৈরীর উপরকরণসহ ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখার একদল কর্মী উপস্থিত হন। দুর্বৃত্ত¡দের দেওয়া আগুনে পুড়ে যাওয়া খুপড়ি ঘরের ভিটায় তিন কক্ষ বিশিষ্ট একটি শোবার ঘর ও ছোট একটি রান্না ঘর তোলার কাজ শুরু করেন। এ কাজের উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা সভাপতি ও প্রবাসী আনোয়ার আহম্মেদ খান। উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম।\]
এ সময় ধষীত শিশুর মা বাড়িতে ছিলোন। তিনি ভয় ও আতঙ্কের কথা জানান। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্ত¡রা তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তিনি ধর্ষকের বিরুদ্ধে মামলা করায় তার ঘর পুড়িয়ে এলাকা থেকে উচ্ছেদের পরিকল্পনা করে দুর্বৃত্তরা। শিশু সন্তানের ইজ্জত হরণ ও রাতে আধাঁরে ঘরে আগুন দেওয়ার সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।
চলতি মাসের ১ তারিখ মঙ্গলবার রাতে সারাদিন কাজ শেষে নিরাপদে শিশুটিকে মায়ের কাছে পৌচ্ছে দেওয়ার কথা বলে রওনা হয় আফজাল কাজী। কিছু দূর গিয়ে একটি বাগানের মধ্যে শিশুটিকে ধর্ষন করে। ধর্ষণ মামলার একমাত্র আসামী আফজাল কাজী আট করেছে পুলিশ। শিশুটির ডাক্তারী পরীক্ষার আগের রাত গত শুক্রবার শিশুটির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সে রাতে ধর্ষীত শিশু ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকায় প্রাণে বেঁচে যায়। এখন ডাক্তারী পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘর পোড়ানো দ্বিতীয় মামলায় ধর্ষকের ছেলে তারেক কাজীকে পুলিশ আটক করেছে। এ ছাড়া মামলাটি তদন্ত চলছে।
দুর্বৃত্বের আগুনে গৃহ ও সন্তানের সম্ভ্রম হারা পরিবারটির পাশে স্থানীয় ব্যক্তি ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন। প্রবাসী আনোয়ার আহম্মেদ খান ওই শিশুর ধর্ষকের ও দুর্বৃত্তদের বিচারের দাবি করেন। তিনি জানান, শিশুািটর বাবা একজন ক্ষুদ্র রেমিডেন্স যোদ্ধা। তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব।
আরও পড়ুন – নোঙ্গর
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম জানান, দুটি মামলার আসামী আটক করা হয়েছে। দ্বিতীয় মামলাটি তদন্ত চলছে। তিনি ওই শিশুর ধর্ষক ঘরে আগুন দেওয়ার সাথে জড়িতদের বিচার তরান্বিত করার জন্য পদক্ষেক গ্রহন করেছেন।
আরও পড়ুন – ধর্ষণের শিকার ১৩ বছরের শিশু জন্ম দিলো পুত্র সন্তান
উল্লেখ্য, গত মঙ্গলবার ১ এপ্রিল দিনগত রাতে পেঁয়াজ কাটা শেষে নিরাপদে বাড়ি পৌচ্ছে দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে পথমধ্যে আট বছরের শিশুকে ধর্ষন করা হয়। এ ঘটনার এক মাত্র আসামীকে আটকের পর শুক্রবার রাতে দুর্বৃত্ত¡রা শিশুটির বসত বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় খোকসা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।