ধানক্ষেতে পড়ে ছিল কৃষকের লাশ

0
95

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে নিখোজের তিনদিন পর ধান ক্ষেত থেকে আব্দুস সামাদ (৫৪) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার মদনপুর গ্রামের ধান ক্ষেত থেকে ওই কৃষকের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত সামাদ মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে।

স্থানীয় আজমপুর ইউনিয়নের ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, আব্দুস সামাদ মানসিক ভারসম্যহীন ছিল। ওই পরিবারের আরো সদস্য মানসিক ভাবে অসুস্থ আছে। তবে তার মৃত্যু নিয়ে গ্রহনযোগ্য কোন কারণ খুজে পাচ্ছিন না।

মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানান, আব্দুস সামাদ গত শুক্রবার রাতের খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজারের এক চায়ের দোকান থেকে চা খান। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোজখুজির পর সোমবার সকালে বাড়ির পাশের জামাল বিশ্বাসের ধান ক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখে ওই কৃষক পুলিশকে খবর দেন।