দ্রোহ অনলাইন ডেস্ক
নেইমারের ফুটবল প্রতিভা নিয়ে সন্দেহ নেই পেরুর কার্লোস জামব্রানোর। তবে মাঠে ব্রাজিলিয়ান তারকার আচরণের নিন্দা জানিয়েছেন এই ডিফেন্ডার। কড়া সমালোচনায় বলেছেন, ‘নেইমার একটা ভাঁড়।’
কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে লিমায় পেরুর বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও নেইমারের হ্যাটট্রিকে ৪-২ গোলে জেতে ব্রাজিল। ম্যাচের ৮৯তম মিনিটে বল দখলের লড়াইয়ে অহেতুক রিশার্লিসনের মুখে আঘাত করে লাল কার্ড দেখেন জামব্রানো।
ওই ম্যাচে নেইমারের পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি আমেরিকান একটি টিভি অনুষ্ঠানে পিএসজি ফরোয়ার্ডের সমালোচনাও করেন জামব্রানো।
“সত্যি বলতে, সে অসাধারণ একজন ফুটবলার, বিশ্বসেরাদের একজন। তবে আমার কাছে সে একটা প্রকৃত ভাঁড়।”
“মাঠে সবকিছু নেইমার সচেতনভাবেই করে; সে অসাধারণ ফুটবলার, কিন্তু ছোট আঘাতেও সে ফাউল আদায়ের চেষ্টা করে।”
হ্যাটট্রিকের প্রথম দুই গোল স্পট কিক থেকে করেন নেইমার।
“পেনাল্টি এরিয়ায় চার থেকে পাঁচবার সে (নেইমার) নিজে নিজেই পড়ে গিয়েছিল যেন পেনাল্টি পেতে পারে। শেষ পর্যন্ত তার চাওয়া পূরণ হয়, দুটি পেনাল্টি পেয়েছিল, যদিও এর কোনোটিই পেনাল্টি ছিল না।”