নজরুলের ১২২ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান শুরু

0
189

স্টাফ রিপোর্টার

শনিবার (২৯ মে) সন্ধ্যায় সাপ্তাহিক দ্রোহ পত্রিকার উদ্যোগে দ্রোহের কবি কাজী নজরুলের ১২২ তম জন্ম জয়ন্তীর দু’দিনের অনুষ্ঠান শুরু হয়েছে।

দ্রোহের করি নজরুলে ১২২ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান মালা খোকসা প্রেস কারে হলরুম থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় সরাসরি সম্প্রচার করা হয়। প্রথম দিনে শনিবারের অনুষ্ঠানে নজরুল সম্পর্কে আলোচনা করেন খোকসা সরকারী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম। নজরুলের গান পরিবেশন কুষ্টিয়া সরকারী কলেজের সংগীত বিভাগের প্রধান কর্মকর্তা টিপু সুলতান।

অনুষ্ঠানটি droho news ইউটিউব ও দি দ্রোহ ফেসবুকে সম্প্রচার করা হয়। অনু্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেল droho news এ দেখাযাবে।