নতুন রোমাঞ্চে কাজে ফিরছেন সানি

0
128
SAYNE--droho-p-9
অভিনেত্রী সানি লিওন

দ্রোহ বিনোদন ডেস্ক

বেশ কয়েক মাস আগে বাচ্চাদের কথা ভেবে লকডাউনের মধ্যেই লস অ্যাঞ্জেলসে ফিরে গিয়েছিলেন সানি লিওন। প্রায় ছয় মাস পর ফিরেছেন মুম্বইতে।

লস অ্যাঞ্জেলসকে বিদায় জানানোর আগে ৩৯ বছরের অভিনেত্রী লিখেছেন, ‘নতুন রোমাঞ্চ’র আশায় ফিরছেন তিনি। যদিও পরিবারের কেউ সানির সঙ্গে ফেরেননি। সানি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, পরিবারকে ছেড়ে আসতে মন খারাপ লাগছে। তবে এটা কাজের সময়।

দীর্ঘ লকডাউনের পর এবার কাজে ফিরছেন নায়িকা। সেলফি শেয়ার করেছেন নায়িকা। সেখানে মাস্ক-চশমা ও অতিমারিতে যাতায়াতের সময় প্রয়োজনীয় সমস্ত জিনিস সঙ্গে রেখেছেন সানি। বিমানবন্দরে বসেও ছবি পোস্ট করেছেন সানি। লিখেছেন, মুম্বাইতে ফেরার অপেক্ষা এবার শেষ হোক।