নদী ভাঙ্গন

0
84

শুষ্ক মৌসূম শুরুর সাথে সাথে গড়াই নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই ভাঙ্গন কবলিত হচ্ছে নতুন এলাকা। নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে রাস্তা ও ফসলি জমি। খোকসা-বনগ্রাম রাস্তার জাগলবা গ্রামের মধ্যে প্রায় ৩০ ফুট নদীতে চলে গেছে। একই রাস্তার চাঁদট গ্রামের মধ্যে ভেঙে গেছে প্রায় ২০০ ফুট এলাকা। রাস্তাটি নদী গর্ভে বিলিন হলে ১০ গ্রামের কয়েক হাজার মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । শুক্রবার সকালে জাগলবা গ্রাম থেকে ছবিটি তোলা।