যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরের গ্রামে একটি পটলের ক্ষেত থেকে এক নব জাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ঝাঁপার মোড়লপাড়ার একটি পটলের ক্ষেতে এক নবজাতকের বিচ্ছিন্ন মাথার সন্ধান পায় জমির মালিক। পরে গ্রামবাসী স্থানীয় ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ নবজাতকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) সোয়েব আহমেদ খান, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে নবজাতকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতকের মাথাটি মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার জন্য পুলিশ তদন্ত করছে।