দ্রোহ অনলাইন ডেস্ক
কালো জাদুর মাধ্যমে এক যুবককে হত্যার অভিযোগে এক নারী তান্ত্রিককে গলা কেটে হত্যা করা হয়েছে।
বুধবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের সাহিবগঞ্জ জেলার মেহেন্দিপুর নামক গ্রামে । তান্ত্রিক নারীকে হত্যার পর তার কাটা মাথা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণও করেছেন এক ব্যক্তি।
আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
জানা গেছে, মেহেন্দিপুর গ্রামে তিন দিন আগে জ্বর, কাশিতে মারা যান স্বাধীন টুড্ডু নামের এক যুবক। কিন্তু ওই যুবকের বাবা ৫৭ বছর বয়সী সকাল টুড্ডু অভিযোগ তুলেন , তারা ছেলেকে কালো জাদু দিয়ে হত্যা করেছে মাতলু চৌরাই নামের এক নারী তান্ত্রিক।
মঙ্গলবার রাতে এই ঘটনার পর সকাল টুড্ডু তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে গ্রামবাসীদের নিয়ে ওই নারী তান্ত্রিকের বাড়িতে হামলা চালান। এ সময় অভিযুক্ত নারী তান্ত্রিকের গলা কেটে হত্যা করা হয়।
বুধবার সকালে ওই নারীর মরদেহ নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন সকাল টুড্ডু।
সকাল টুড্ডু পুলিশকে বলেন, তান্ত্রিক নারী বলেছিলেন যে সন্ধ্যার মধ্যেই তার ছেলে মারা যাবেন। তার কথা সত্য হওয়ায় ছেলের মরদেহ বাড়িতে রেখেই হত্যার প্রতিশোধ নিতে যান সকাল টুড্ডু।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অরভিন্দ কুমার সিং বলেন, মৃত যুবকের বিভিন্ন রোগ ছিল তাই মারা গেছেন। তবে টুড্ডু মনে করেন তার ছেলেকে কালো জাদু করা হয়েছে। আমরা এই ঘটনার আরো তদন্ত করছি।