নাসিম পূত্রকে প্রধানমন্ত্রীর ফোন, দাফন বনানীতে

0
146
NASINM-DRO-13-p-6-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বানীতে তিনি বলেন একজন বিশস্ত সহযোদ্ধাকে হারালাম। মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়কে সমবেদনা জানিয়ে টেলিফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে শোকার্ত পরিবারকে সমবেদনা জানান বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন। বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন হবে বলে তিনি নিশ্চিত করেন।

 

আরও পড়ুন:

না ফেরার দেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম