নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা ছাত্রকে ফিরে পেলো পরিবার

0
191
khoksa-dro-6-l11-compressed
উদ্ধার করা শিশু রাকিবুল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রাম থেকে রহস্যজনক ভাবে নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা ছাত্রকে ফিরে পেয়েছে পরিবার।

জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সাতপাখিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে রাকিবুল (১২) মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে শিশুটির খোঁজাখুজি শুরু করে। গ্রামে গ্রামে মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

শুক্রবার সকালে শিশুটির পরিবারের লোকেরা এ ব্যাপারে থানায় জিডি করতে বের হন। তারা খোকসা থানা মোড়ে পৌঁছায়। অলৌকিক ভাবে এখানেই শিশুটিকে পেয়ে যায় তারা। পরে তারা জিডি না করে শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে যান।

এ সময় ঘটনা স্থলে উপস্থিত সাংবাদিকদের জেরার মুখে শিশু রাকিবুল জানায়, সে বাড়ি থেকে বের হয়ে নিশ্চিন্তবাড়িয়া মাদ্রাসার যাবার জন্য একটি পাখি ভ্যানে ওঠে। সেখান থেকে এক অপিরচিত লোক তাকে নিয়ে যায়। শুক্রবার সকালে সে পালিয়ে এসেছে।

শিশুটির মা রোজিনা জানান, রাকিবুল মাটির একটি ব্যাংক ভাঙ্গা কিছু টাকা নিয়ে মাদ্রাসার হেফজো খানায় যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে সে নিখোঁজ ছিল। তিন দিন পর নিখোঁজ সন্তান ফিরে পেয়ে তিনি যেন প্রাণ ফিরে পেয়েছে।