কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল থেকে শিশুটি ছিল। বুধবার দুপুরে বাড়ির পাশের একটি জলাশয় থেকে সিদরাতুল মুনতাহা (৩) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু মুনতাহা শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
আররও পড়ুন – চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ
শিশুটির বাবা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের ইটভাটায় তিনি চাকরি করেন। প্রতিদিন তার মেয়ে তার কাছেই থাকতো। মঙ্গলবার বিকালের দিকে ভাটা থেকে দিনমজুর নিয়ে বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা পরিস্কার করান তিনি। ভাটা থেকে বাড়িতে দিনমজুর নিয়ে ফেরার সময় মেয়ে সাথে ছিলো। পরবর্তীতে মুনতাহাকে খুঁজে পাওয়া না পেয়ে এলাকায় মাইকিং করানো হয়। বুধবার বাড়ির পাশের ওই জলাশয়ে কচুরিপানা পরিস্কার করানোর সময় মেয়ের মরদেহ ভেসে ওঠে বলে জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, শিশুটির মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ছোট শিশু যে কোনভাবে পানিতে পড়ে গিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।