কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নিখোঁজের ২০ দিন পর একটি আমবাগানের মাটি খুড়ে ইজিবাইক চালক নাজির আহমেদ ওরফে হিরু’র লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শহরের পূর্ব মজমপুর এলাকার টাউন হল লেনের একটি আমবাগানের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজির জগতি উত্তরপাড়া এলাকার বশির আহমেদের ছেলে।
নাজিরের পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ইজিবাইক নিয়ে নাজির আহমেদ হিরু কুষ্টিয়া শহরে আসেন। এর পর থেকে তিনি নিখোঁজ হন। পরিবার তাঁর সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, পুলিশ ওই ইজিবাইকচালক হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য এবং বুধবার অন্য একটি মামলায় মিরপুর থানায় আটক অপর এক আসামির দেওয়া তথ্যে নাজিরের বিষয়ে জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মোজাফ্ফর হোসেনের আমবাগানের মাটি খুঁড়ে নাজিরের লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, কী কারণে ইজিবাইকচালক নাজিরকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।