দ্রোহ অনলাইন ডেস্ক
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে যারা ফেরি ঘাটে আটকা পরেছেন তাদের নিজ নিজ অবস্থানে ফিরে যেতে বলেছেন পুলিশের মহা পরিদর্শক।
মঙ্গলবার দুপুরে রাজারবাগে ঈদুল ফিতর ও করোনা মহামারি নিয়ে আইন-শৃংখলা বিষয়ে এ সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ বলছেন, যে যেখানে ছিলেন, নিজেদের অবস্থানে ফেরত আসুন।
আইজিপি বলেন, ফেরিঘাটে যারা আটকে আছেন তাদের ফেরার জন্য প্রয়োজনে পুলিশ ব্যবস্থা নেবে। তবুও দয়া করে আপনারা যে যেখানে ছিলেন স্ব-স্ব অবস্থানে ফিরে আসুন।
বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। আমরা অনুরোধ জানাচ্ছি, সরকারি যে নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি রয়েছে সেসব মেনে চলুন।
তিনি বলেন, দয়া করে কেউ ঝুঁকি নেবেন না। আপনি যেখানে আছেন সেখানেই অবস্থান করুন। যে পরিবারের কাছে যাচ্ছেন ঈদ করার জন্য, সেখানে করোনা সংক্রমণ ছড়ানোর শঙ্কা তৈরি করবেন না।
করোনায় মৃত্যু কিন্তু কোন জুজুর ভয় নয়, এটা রিয়েল ফ্যাক্ট। তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস বৈশ্বিক এ দুর্যোগ থেকে জাতি ও দেশের জনগণকে রক্ষা করতে পারবো।
এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কিছু লোকের তৎপরতায় সোস্যাল মিডিয়া দুষিত হয়ে গেছে। স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম একসঙ্গে লড়ছে।
ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য যারা গুজবের মতো অপরাধমূলক কাজ করছেন তাদের গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি।