নিলামে উঠছে সালমান শাহ’র পোশাক

0
125
সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে ছবির দৃশ্য

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার অন্যতম নায়ক সালমান শাহের টি-শার্ট ও মাথার ব্যান্ড নিলামে উঠেছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া মৌসুমী এবং সালমান শাহ অভিনীত অন্তরে অন্তরে সিনেমায় এই লাল রঙের টিশার্ট এবং মাথায় পড়া ব্যান্ডটি সেসময় বেশ নজর কেড়েছিল দর্শকদের।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

সালমান শাহের এক ভক্ত প্রায় ২০ বছর ধরে সংরক্ষণে রেখেছেন এই দুটি জিনিস। আর নিলামের অর্থ দিয়ে বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় এবং গরীব-দুঃখীদের সেবা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সালমান ভক্ত মামুন বলেন, সালমান শাহের মৃত্যুর আগে থেকেই পারিবারিক সম্পর্ক ছিল তার। সালমান শাহের একনিষ্ঠ ভক্ত হবার কারণে নায়কের মৃত্যুর পর তার মা এবং বাবার কাছ কিছু স্মৃতিচিহ্ন চাইলে তারা আমাকে এই টি-শার্ট আর ব্যান্ডগুলো দিয়েছিলেন।

আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত

তিনি আরও জানান, প্রাণঘাতী করোনা ভাইরাসের জন্য সারাদেশেই গরিব এবং নিন্মবিত্ত ব্যক্তিরা অসহায় দিন কাটাচ্ছেন।

এমন অবস্থায় তার কাছে সেরা দামি জিনিস প্রিয় নায়কের টি-শার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে তাদের সাহায্য করবেন বলে মনস্থির করেছেন এই সালমানভক্ত মামুন।