নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

0
2

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্র্বতী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্র্বতী সরকার। হত্যা, নির্যাতন, টেন্ডারবাজি, ধর্ষণ ও জননিরাপত্তা বিঘœসহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়।

আরও পড়ুন – দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কৃষকের মৃত্যু

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন – কুঠিবাড়ির রবীন্দ্র জন্মজয়ন্তীর উৎসবে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়