রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদী দিয়ে ভেসে যাওয়ার সময় (২৯) বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
পাংশা থানার ওসি আহসানউল্লাহ জানান , মঙ্গলবার দুপুরের দিকে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।