পদ্মা পাড়ের জীবন

0
210
পদ্মা চরের শিশুরা স্কুল ছুটি তাই কোল পাড়ি দিয়ে সড়িষা ক্ষেতে গিয়েছিল।

পদ্মার বুকে জেগে ওঠা চরে ওদের বসবাস। প্রতিদিনই পায়ে হেটে মাইলের পর মাইল চর পাড়ি দিয়ে তাদের হাট বাজারে যেতে হয়। নেই স্কুল। হাসপাতাল কিছুই। নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করেই ওরা বেড়ে ওঠে। চর মানুষের জীবনের খন্ডচিত্র গুলো খোকসার আমবাড়ি কোলের ঘাটে খাসচর থেকে শুক্রবার ছবি গুলো তোলা।

দূরন্ত শিশুরা পদ্মা নদীর কোলে মাছ ধরতে বরষি নিয়ে ছুটেছে।
পদ্মা চরের এক কৃষক ফসল বিক্রির জন্য সরিষা ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া মাটির রাস্তা বয়ে বাজারে চলেছেন।
চরের এক কৃষক সবজী বিক্রি করতে স্থানীয় বাজারে চলেছে।
চরের কৃষক সবজী বিক্রি করতে স্থানীয় বাজারে চলেছে।