পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবক ৭ দিনের রিমান্ডে

0
103
গ্রেপ্তার বায়েজিদ তালহা - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ভিডিও ভাইরাল করার ঘটনায় গ্রেপ্তার বায়েজিদ তালহাকে (৩১) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকালে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সালেহুজ্জামান এ আদেশ দিয়েছেন। কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – পদ্মা সেতুতে প্রাইভেট কার পার্কিং করায় জরিমানা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতার বায়েজিদ তালহাকে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন- রাষ্ট্রকে চিনবার উপায়

রবিবার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বায়েজিদ তালহাকে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও করতে দেখা যায়। এরপর ওইদিন বিকেলেই রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দণি থানায় বিশেষ মতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।