দ্রোহ অনলাইন ডেস্ক
আজ বুধবার রাতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ফারসি কথা ‘শবে কদর’। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই শবে কদর অর্থ হলো মর্যাদার রাত। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর বা সম্মানিত রাত। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল।
হাদিসে হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, অন্যান্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। পবিত্র কোরআনেও বলা আছে, হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদর।
এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনঃনির্ধারণ করা হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে তাই এই রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত।