পরীমনির সংসারে ফাটল

0
147
পরীমনির ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

৯ মার্চ চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নির্মাতা কামরুজ্জামান রনির বিয়ে হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ভেঙে গিয়েছে তাদের সাজানো সংসার! যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি পরীমনি কিংবা রনি।

জানা যায়, বিয়ের পর পাঁচ মাস কেটে গেলেও তাদের সংসারের কোনো খোঁজ নেই। নানা সময়ে ফেসবুকে নিজের ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি পরীমনি। শুধু তাই নয়, স্বামী ও সংসার নিয়ে কিছু জানতে চাইলেও এড়িয়ে যাচ্ছেন। তিনি বলছেন, স্বামীর বিষয় যেন না টানা হয়। বিয়ে নিয়ে তিনি কথা বলতে চান না।

এদিকে কামরুজ্জামান রনি বলছেন, বিয়ের সময়ও আমি কোনো কথা বলিনি। এখনো বলতে চাই না। আমি কাজে মনোযোগ দিয়েছি। কাজ নিয়েই থাকতে চাই। এবারের ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে কুরবানি দিয়েছেন পরীমনি। নিজের হাতে সবার হাতে মাংস তুলে দিয়েছেন। কিন্তু সে সময়ও তার পাশে ছিলেন না তার স্বামী কামরুজ্জামান রনি।