পাংশাতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

0
149
বৃক্ষরোপন কর্মসূচী

পাংশা প্রতিনিধি

পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগের আয়োজনে ফুলতলা বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপন করে কর্মসূচীর শুভ সুচনা করেন আশিক মাহমুদ মিতুল। পরে ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। । এসময় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোন মাদক ব্যাবসায়ীকে আশ্রয় দেয়না। কোন মাদকসেবী দলের সদস্য হতে পারে না। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন আপনারা মাদকসেবী পেলে প্রশাসনের হাতে তুলে দিবেন। পাংশা মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের সাহয্য দরকার।

আরও পড়ুন বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

এ সময় উপস্থিত ছিল, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আ.লীগের সভাপতি  আতিউর রহমান নবাব, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, শাওরাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি  শাহিদুল ইসলাম মারুফ, শাওরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি  কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।