পাংশায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
112
Pangsha-Dro-23-p-13
পুস্পমাল্য অপর্ণ

মাসুদ রেজা শিশির

পাংশায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব মেনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ, সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে, দোয়া মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ. কে এম,শফিকুল মোরশেধ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উসমান গনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাষ্টার, সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সরদার অতুর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন বিশ^াস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।