পাংশায় আদিবাসি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

0
123
পাংশায় আদিবাসি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃহস্পতিবার বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে পাংশা উপজেলার প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম আদিবাসি ২শত শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের আরও বেশী মনযোগী হয়ে পড়া লেখা করতে বলেন এবং একই সাথে করোনা ভাইরাসের সময় সকলকে সচেতন থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাগন,আদিবাসি উন্নয়ন সমিতির নেতৃবন্দ উপস্থিত ছিলেন।