পাংশায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

0
130
খাদ্য বিতরণের ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় বসবাসরত বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় পাংশা আইডিয়াল গার্লস কলেজ চত্ত্বরে এ খাদ্য সামগ্রী প্রদান করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ।

জানা যায় মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দুঃস্থ এ সম্প্রদায়ের কর্মক্ষম ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েছেন। এসকল মানুষের কথা বিবেচনা করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্যরা এ খাদ্য সহায়তা প্রদান করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল্টু বিশ্বাস, পৌর কাউন্সিলর লাভলু বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ জুয়েল সহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।