পাংশা প্রতিনিধি
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে করোনা আক্রান্ত রোগীর পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
শুক্রবার দুপুরে হাবাসপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ জহুরুল হক সবুজের নেতৃত্বে খাদ্য সামগ্রী প্রদান কালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, ইউনিয়ন যুবলীগের নেতা আকমল হোসেন, ইউপি সদস্য কালাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেনসহ নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের সভাপতি শেখ জহুরুল হক সবুজ বলেন, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল নিয়মিত ভাবে আমাদের এলাকার খোঁজ খবর নিচ্ছেন। তিনি করোনাকালীন পুরা সময়ই পাংশাতে অবস্থান করে রাজবাড়ী-২ আসনের ৩টি উপজেলায় তথা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির মানুষের খোঁজ খরর নিয়ে আসছেন।