পাংশায় করোনা প্রতিরোধ কমিটির সভা

0
120
pangsha-dro-31--p5-compressed-compressed
পাংশা করোনা প্রতিরোধ কমিটির সভা

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম।

সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালার উদ্দিন বিশ্বাস, পাংশা হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে রাবী, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, নাজমুল কাদের সবুজ, অশোক কুমার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় পাংশা বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, পরিছন্নতা, স্বাস্থ্য বিধি মেনে ক্রয় বিক্রয় করা প্রভৃতি রয়েছে।