পাংশায় করোনা রোগীর সংখ্যা ১৩৭ জন

0
123
images
করোনা ভাইরাসের প্রতিকী ছবি

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার সকল ইউনিয়নেই এখন করোনা রোগী শনাক্ত হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,শরিসা ইউনিয়নের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ^াস জনপ্রতিনিধি,চিকিৎসক,নার্স,স্বাস্থ্যসহকারী,কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

নতুন করে আরও ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ জিয়াউল হোসেন জানিয়েছেন নতুন করে আরও ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত পাংশা উপজেলায় ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই এখন করোনা রোগী শনাক্ত হচ্ছে। এখন আমাদের সর্ব্বোচ সর্তক থাকতে হবে। স্বাস্থ্য বিধি মেনে আমাদের চলা ফেরা করতে হবে অবশ্যই মাস্ক ছাড়া কেউ বাইরে বের হবেন না।