পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

0
122
Pangsha-Dro-21-7-p-50
পাংশায় বর্ন্যাতদরে মাঝে সহায়তা প্রদান

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে বর্ন্যাতদের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের শাহমিরপুর,পূর্ব চরআফড়া, চররামনগর এলাকায় বানভাসী মানুষের মধ্যে শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ত্রাণ মন্ত্রনালয়ের দেওয়া এসব খাদ্য বিতরণ করেন । এসময় ৬৫ জনের মধ্যে শুকনো খাবার, ১শত জনের মধ্যে শিশু খাদ্য ও ১ শত জনের মধ্যে গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)

এ সময় হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, ইউনিয়ন পরিষদের সচিব আজিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ৫ দিনের রিমান্ডে
আরও পড়ুন-খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
আরও পড়ুন-খোকসায় পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত