মাসুদ রেজা শিশির
রাজবাড়ীর পাংশায় করোনা পরিস্থিতির নিয়ন্ত্রনে রাখতে স্বাস্থ্য বিধি, সমাজিক দূরত্ব ও ত্রাণ বিতনেরনের সচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসনসহ মাঠ প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে।
রবিবার পাংশা বাজারে সামাজিদ দুরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবানীর একটি দল নিয়ে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করে। এ সময় সামাজিক দুরত্ব না মানায় ভ্র্যমমান আদালত পরিচালনা করে ৫ জনকে ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন। ১৯ তারিখ পর্যন্ত পাংশা বাজার খোলা থাকবে।
প্রাণঘাতী করোনার প্রর্দুভাব শুরুর পর থেকে থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয় রক্ষায় নিরলশ কাজ করে চলেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে সরকারের দেওয়া ত্রাণ সুষ্ঠ ভাবে বিতরণের জন্য তদারকিও করে চলেছেন তিনি।