পাংশায় স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে বখাটেরা পেটালেন স্বামীকে

0
122
Pangsha-Dro-22-p-40
ফাইল ছবি

পাংশা প্রতিনিধি

স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামীকে বেধরক পিটিয়েছে স্থানীয় বখাটেরা । স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলার বেজপাড়া গ্রামে। আকরাম মৃধা একই গ্রামের সুলতান মৃধার ছেলে। স্থানীয়রা আকরাম মৃধাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে ভর্তি করেছে।

আকরাম মৃধার পিতা সুলতান মৃধার বলেন, আমার ছেলের বউকে এলাকার প্রভাবশালী এনায়েত মাষ্টারের ছেলে জিসান, খালেকের ছেলে তৌহিদ, নাসিরের ছেলে মেহেদী, রনি বিভিন্ন ভাবে পথ ঘাটে বিরক্তসহ নানা কু রুচিপূর্ন কথাকার্তা বলতো। তার মোবাইলে বাজে বাজে এসএমএস করতো। আমার ছেলে এসব দেখে তাদের নিষেধ করে। কিন্তু তারা জোটবন্ধ হয়ে পাটের ক্ষেতে ফেলে আমার ছেলেকে মারধর করে এবং তার নিকট থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন জিন্নাত ও এনায়েত নির্দেশ দিয়ে এ মারপিট করিয়েছে। এ ব্যাপারে সুলতান মৃধা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত জিসানের বাবা এনায়েত আলী বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সুলতানের ছেলে আকরাম বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা আমার ছেলে ও ভাতিজাদের ধরে নিতে আসছিল। এরই জেরে ছেলেদের মধ্যে উত্তেজনা থেকে এ ঘটনা ঘটেছে। তবে আকরামের স্ত্রীকে উত্যক্ত করার বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান।