দ্রোহ অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতির কারণে পাকিস্তানে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান ছয় মাস পর পুনরায় চালু করা হয়েছ। মঙ্গলবার থেকে পাকিস্তানের উচ্চ বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়েছে।
জানা গেছে, পাকিস্তানে তিন ধাপে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মধ্যবর্তী শ্রেনীর কার্যক্রম চালু হবে । আর এই সময়ের মধ্যে সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে স্কুলগুলোকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ১৫ মার্চ পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।