কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পাটিকাবাড়িতে ট্রাকের ধাক্কায় মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৭৩)। তিনি একই এলাকার মৃত মফেজ মন্ডলের ছেলে এবং স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক(এসআই) নুরুনবী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালক ও সহযোগিকে মারধর করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালক ও সহযোগিকে হেফাজতে নিয়েছেন।
আরও পড়ুন – পাওনা টাকা চাইতে গিয়ে মুদি দোকানী নিহত
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এসময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকিয়ে চালক ও সহযোগিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।
আরও পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ ইউপি চেয়ারম্যান আটক
ক্যাম্প ইনচার্জ এসআই নুরুনবী বলেন, উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগিকে মারধর করেছে। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা পুলিশের হেফাজতে আছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এখন নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।