পানির জন্য হাহাকার

0
146
নিজের বাড়ির টিউবয়েল থেকে পানি সংগ্রহহের চষ্টা মা ও তার শিশু কন্য। মানিকাট গ্রাম থেকে ছবিটি ধারণ করা।

অনাবৃষ্টি ও প্রচন্ড খড়োতাপে ভুগর্ভস্থ পানি স্তর নিচে নেমে গেছে। অধিকাংশ টিউবয়েল গুলো লেয়ার ফেল করেছে। ফলে সুপেয় পানির প্রধান উৎস টিউবয়ল থেকে যথেষ্ট পানি পাওয়া যাচ্ছে না। পানি সংগ্রহে মুনুষকে ছুটতে হচ্ছে এ পাড়া সে পাড়া। পানি সংকটের এই ছবি গুলো খোকসার বিভিন্ন গ্রাম থেকে তোলা।

প্রতিবেশীর পুকুর থেকে পানি নেবার চেষ্টা বরছে শিশুটি। ছবিটি রাজিনাথপুর থেকে তোলা।
প্রতিবেশীর বাড়ি থেকে ইফতারের জন্য পানি নিয়ে ঘরে ফিরছে এক শিশু।